Coaching forWBCSSC SLST Sanskrit at BSSEI, Belur
সংস্কৃতশিক্ষার প্রচার প্রসার এর লক্ষ্য নিয়ে“সংস্কৃত সংস্কৃতি” নামক একটি দলগত কয়েকবছরযাবৎ সোশাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে কাজ করে চলেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতবিভাগে গবেষণারত ছাত্র-ছাত্রী এবং অধ্যাপকদের মিলিত প্রয়াসে তৈরী এই সংস্কৃত সংস্কৃতিনামক শিক্ষাপ্রতিষ্টানটি। কয়েকবছর যাবৎ আমরাNET / SET এবংWBCSSC(SLST) Sanskritপরীক্ষা-প্রস্তুতির উদ্দেশ্যে কোচিং চালিয়ে আসছি। ছাত্র-ছাত্রীদের অনুরোধেআমরাআসন্ন WBCSSC(SLST) Sanskrit পরীক্ষা-প্রস্তুতির জন্য নতুন ব্যাচ শুরু করতে চলেছি।
এখানে WBSSC(SLST) Sanskrit এর সিলেবাস অনুসারেসপ্তাহে ২ দিন করে প্রতিটি বিষয় পড়ানো হবে।ক্লাসের দিনগুলি বাদে সপ্তাহে একদিন মকটেস্ট নেওয়া হবে, প্রতিটি বিষয়ের আলাদা আলাদাস্টাডি ম্যাটিরিয়াল এবং বিষয়ানুসারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই ক্লাসে যে সমস্ত ছাত্র-ছাত্রী পরীক্ষা প্রস্তুতি নিতে ইচ্ছুক, সংস্কৃত-সংস্কৃতি তাদেরকে আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছে।(অন্য যে কোনো জিজ্ঞাসায় 8240968588(Call), 8777279548 (What’s App)নম্বরেযোগাযোগ করতে পারেন।)