Coaching forWBCSSC SLST Bengali at BSSEI, Belur
পশ্চিমবঙ্গের প্রথমসারির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মিলিত প্রয়াসে তৈরী BSS Educational Instituteকয়েকবছরধরেসাফল্যের সাথেNET / SET / WBCSSC SLSTপরীক্ষা-প্রস্তুতির উদ্দেশ্যে প্রশিক্ষন দিয়ে চলেছে।
বাংলাভাষাও সাহিত্যের অনেক ছাত্র-ছাত্রীদের কাছে MCQ Type একটি সমস্যার জায়গা। কিভাবে পড়তে হবে? পড়াশোনার পদ্ধতি যদি বিজ্ঞান সম্মত না হয়, তা হলে সিলেবাসের মধ্য হাবুডুবু খেতে হবে। তাই অনেকে পড়াশুনা শুরু করে মাঝপথে Motivation & Focus হারিয়ে ফেলেন। তাই আসন্ন WBCSSC SLSTBengali নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীরপরীক্ষা-প্রস্তুতির উদ্দেশ্যেছাত্র-ছাত্রীদের অনুরোধে আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি।
প্রতিটি বিষয়ের আলাদা আলাদাস্টাডি ম্যাটিরিয়াল এবং বিষয়ানুসারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই ক্লাসে যে সমস্ত ছাত্র-ছাত্রী পরীক্ষা প্রস্তুতি নিতে ইচ্ছুক, BSS Educational Instituteতাদেরকে আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছে। (অন্য যে কোনো জিজ্ঞাসায় 8240968588(Call), 8777279548 (What’s App) নম্বরে যোগাযোগ করতে পারেন।)